বিনীত নিবেদন এই যে, আমরা জানি মিসওয়াক করা সুন্নাত। তবে তার পরিমাণ কতটুকু? অর্থাৎ কতবার মিসওয়াক করা সুন্নাত? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর: মিসওয়াক করার নির্দিষ্ট কোন সংখ্যা সুন্নাত হিসেবে প্রমাণিত নেই; বরং দাঁতের ময়লা এবং দূর্গন্ধ দূর হওয়া পর্যন্ত মিসওয়াক করা সুন্নাত। তবে, ফুকাহায়ে কেরাম বলেছেন, উপরের অংশে তিনবার এবং নিচের অংশে তিনবার মিসওয়াক করা মুস্তাহাব এবং প্রত্যেকবার নতুন পানি দিয়ে কুলি করা উত্তম।
তথ্যসূত্র: আল-মুহিতুল বুরহানি: ১/২৪, রদ্দুল মুহতার: ১/২৩৪, বিনায়াহ: ১/২০৬, ফতওয়ায়ে আলমগিরী: ১/৭
#NajmulBGTH
#Islamic School [NajmulBGTH]
Miswak is circumcised but how often
The humble request is that we know that it is circumcision to be misquoted. But to what extent? That is, how many times the Sunnah of miswak? Please explain in detail.
Answer: No specific number of miswak is proved as circumcision; Rather, it is circumcision to misswak until the dirt and odor of the teeth are removed. However, the Fukahye Qaram says it is best to have the Mustahab thrown at the top three times and the bottom three times, and it is better to cool each time with new water.
0 Comments