রাতে বরিশাল যাত্রার মজাটা নিশ্চয়ই হাত ছাড়া করবার নয়! নির্ধারিত সময়ে ঘড়ির কাঁটা পৌঁছে যাবার সাথেই একে একে তিনবার সাইরেনের শব্দে বিদায় নেয় বরিশাল বহরের নৌযানগুলো। বৃহদাকার সব নৌযানের রাজকীয় ঘাট ত্যাগের চিত্রেও মেলে এক অনাবিল সুখ। ঘাট থেকে শুরু করে ধর্মগঞ্জ পর্যন্ত সারিবদ্ধ নৌযানের চলাচল, সার্চ লাইটের সংকেত প্রেরণ নিশ্চয়ই আপনার যাত্রায় মিস হবার নয় - এমন মুহূর্তগুলোকে সাক্ষী রেখে আমরা নিয়ে এলাম এম. ভি. সুরভী - ৯, কুয়াকাটা - ২ এবং এ্যাডভেঞ্চার - ৯'র ঘাট ছাড়ার পর সারিবদ্ধভাবে ফতুল্লা টার্নিং পয়েন্ট অবধি চলাচলের ভিডিওচিত্র। © Launch Spotters Bangladesh

0 Comments