সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আবাসন সমস্যা সমাধানের জন্য ঢাকাসহ সরাদেশে তৈরী হয়েছে সরকারি কোয়ার্টার। কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারিকেই থাকতে হয় ভাড়া বাসায়। অথচ যারা সরকারি বাসা বরাদ্ধ পেয়েছেন তাদের অনেকেই এই কোয়াটারকে পুজি করে করছে ভাড়া বানিজ্য। এতে একদিকে যেমন অসখ্য সরকারি কর্মচারি সরকারি বাসা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে যারা নাম মাত্র মূল্যে বাসা পাচ্ছে তারা আবার সেই বাসা ভাড়া দিয়ে উপরি কামিয়ে নিচ্ছে। এসব সরকারি কোয়ার্টারের ভাড়া বানিজ্য নিয়ে আমাদের এবারের পর্বে- “সরকারি কোয়াটারের তেলেসমাতি”।
0 Comments